নিজস্ব প্রতিবেদক: যশোরে আব্দুর রহমান হত্যা মামলার আসামি তার ভাইপো মাসুমকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি মাসুম একই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুর রহমানের সাথে তার ভাইদের বিরোধ চলে আসছিল। গত ১০ এপ্রিল বিকেলে ভাইদের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় আব্দুর রহমান নিহত হন।
এব্যাপারে নিহতের ছেলে মনিরুল ইসলাম ৬ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এই মামলার আসামি আজিজুর রহমান ও তার ছেলে মাসুমের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গতকাল শুনানি শেষে বিচারক মাসুমের একদিনের রিমান্ড মঞ্জুর ও তার পিতা আজিজুরের রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।