নিজস্ব প্রতিবেদক: যশোরে চারনেতার কবর জিয়ারত করেছেন জাতীয় শ্রমিকলীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা জবেদ আলী। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেয়ার পর রোববার সকালে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা রওশন আলীর কবর জিয়ারত করেন তিনি।
এরপর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু, সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিবের কবর জিয়ারত করেন।
এ সময় জবেদ আলীর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাহীন মাহমুদ, সহ-ক্রীড়া সম্পাদক আবুল কাশেম প্রমুখ।