নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সংগঠনের জেলা কার্যালয়ে জাতীয় ছাত্রদলের যশোর জেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কামরুল হক লিকু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। কর্মীসভায় সর্বসম্মতিক্রমে বিশ্বজিৎ বিশ্বাসকে আহ্বায়ক, মধুমঙ্গল বিশ্বাস ও নাইস হাসান কাশেমকে যুগ্ম-আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্রদলের যশোর জেলা কমিটি পুনর্গঠিত হয়।
কর্মীসভায় নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে বিপর্যস্ত শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে সকল শিক্ষিত বেকারকে কর্মসংস্থান সৃষ্টির জন্য বাজেটে পরিকল্পিত বরাদ্দের দাবি করেন।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের ৫০ বছর পরও একটি গণমুখি বিজ্ঞান ভিত্তিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। যতক্ষণ সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি উচ্ছেদ হয়ে প্রকৃত দেশপ্রেমিক গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ শ্রমিক-কৃষক-ছাত্র জনতার মুক্তি নেই। এ প্রেক্ষিতে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়।