কল্যাণ রিপোর্ট: গতকাল যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকায় টিভিএস আনন্দ উৎসব মেলা উপলক্ষে দুই দিনব্যাপি ফ্রি সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
মেলার উদ্বোধন করেন টিভিএস যশোরের প্রোপ্রাইটার মিজানুর রহমান। তিনি বলেন টিভিএস- এর সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আমরা যশোরে ফ্রি সার্ভিসের মাধ্যমে গ্রাহকসেবা চালিয়ে যাব। সেই সঙ্গে মেলায় থাকবে ক্যাশব্যাক সিস্টেম। একই সাথে টিভিএস সার্ভিস সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বত্বাধিকারীর বোন সাবেরা সুলতানা দীবা, টিভিএস’র সিনিয়র ম্যানেজার আজগার আব্দুল্লাহ, সিনিয়র এক্সজিবিউটিভ পলাশ কুমার ঘোষ, কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার, গ্রাহক ও মেকানিকবৃন্দ।