কল্যাণ রিপোর্ট
যশোরে রূপসা এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় আলাউদ্দিন (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা রামনগর ইউনিয়নের খাঁ পাড়ায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। মৃত আলাউদ্দিন যশোর শহরের মুড়লি মোড়ের আবদুর রহিমের ছেলে। পেশায় তিনি ইজিবাইক চালক ছিলেন।
বাড়ি থেকে বের হয়ে আলাউদ্দিন ট্রেন লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অসতর্কতাবশত ট্রেনের ধাক্কায় তার মাথায় মারাতœক আঘাত লাগে। উদ্বারের পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনা যাওয়ার পথেই আলাউদ্দিনের মৃত্যু হয়।