কল্যাণ রিপোর্ট
যশোর আইটি পার্কে ডিজিটেক্স এর ‘পার্সেল’ ডেলিভারি এন্ড সার্ভিস এ্যাপ-এর উদ্বোধন করা হয়েছে। ‘পার্সেল’ নিত্য প্রয়োজনীয় পণ্য অনলাইন কেনাকাটার মাধ্যম নামে ই-কর্মাস অনলাইন মার্কেটিংয়ের উদ্বোধন হয়েছে।
গতকাল রোববার যশোর সদরের আইটি পার্কে প্রতিষ্ঠানটির অফিস উদ্বোধন করেন মহিলা পরিষদ যশোর জেলার সাধারন সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তন্দ্রা ভট্টাচার্য বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনলাইন মার্কেটিং ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অনলাইন ব্যবসা ধারণাটি নতুন হলেও সম্প্রতি তরুণরা এগিয়ে আসছে এ ব্যবসায়।
প্রকৌশলী অমিত দাস বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন অনলাইন শপিং এর ব্যাপক চাহিদা বাড়ছে। বিশ্ব ও অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে যশোরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘পার্সেল’ অনলাইন শপিংয়ের সুবিধা তৈরি করে দিচ্ছে ডিজিটেক্স।
তিনি আরও বলেন গতানুগতিক শপিং সিস্টেমকে সহজ থেকে সহজতর করাই পার্সেলের মূল উদ্দেশ্য। ‘পার্সেল’ ঘরে বসে নিজের সুবিধামত যেকোনো সময়ে প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করার সুযোগ করে দিচ্ছে।
ডিজিটেক্স এর বাংলাদেশ শাখার প্রতিনিধিত্ব ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার দাস বলেন পার্সেলের এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় যে কোন পণ্য-কাঁচা-বাজার, ওষুধ, ফলমূল, রেস্টুরেন্টের খাবার, ছেলে-মেয়েদের পোশাকসহ অন্যান্য দ্রব্য ও পণ্য সামগ্রী জেলা উপজেলার যেকোনো স্থানে স্বল্প সময়ে ক্রেতার হাতে পৌঁছে যাবে।
তিনি বলেন পার্সেল নামে এ্যাপ রয়েছে ওই অ্যাপের মাধ্যমেই অর্ডার গ্রহণ ও ডেলিভারি করছে প্রতিষ্ঠানটি।