নিজস্ব প্রতিবেদক :
যশোর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেশকাত খান হিমেল (১৭) নামে এক কলেজ ছাত্র আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে মোল্ল্যা পাড়া মোড়ে। সে বারান্দিপাড়া নাথ পাড়ার মুরাদ খান বাবলুর ছেলে। বিসিএমসি কলেজের তৃতীয় বর্ষের কম্পিউটার বিভাগের ছাত্র হিমেল।
আহতের পিতা মুরাদ খান বাবলু বলেন, হিমেল কলেজ শেষ করে বাড়ি ফেরার পথে মোল্ল্যা পাড়া মেড়ে পৌছালে অজ্ঞাত এক যুবক প্রাইভেট কার থেকে নেমে ছুরিকাঘাত করে কারটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এসময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক সামস্ জানান, দুপুরে হিমেল নামে একজনকে উদ্ধার করে নিয়ে আসে তার বাম উরুতে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, দুপুর সাড়ে বারোটার দিকে মোল্ল্যা পাড়া মোড়ে মেশকাত খান হিমেল নামে বিসিএমসি কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসিরা। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।