নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপদহে জনজীবন অতিষ্ঠ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অন্তত তিন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তা সহজেই কমছে না। তবে এই পরিস্থিতির মধ্যেই দেশের কয়েকটি স্থানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দপ্তরটি। মঙ্গলবার আবহাওয়া অধিদফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বর্তমানে দেশের তিন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি অন্তত আগামি তিন দিন অব্যাহত থাকবে। তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলো হচ্ছে রাজশাহী, খুলনা ও যশোর। মঙ্গলবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বনি¤œ ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।