নিজস্ব প্রতিবেদক: শান্তিপূর্ণ পরিবেশে যশোরে দ্বিতীয় ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে যশোর সদর, বাঘারপাড়া, অভয়নগর ও চৌগাছা উপজেলার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় শুক্রবার সম্পন্ন হয়। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ৫৭৩ পরীক্ষার্থী। প্রথম ধাপের পরীক্ষায় অসাদু উপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী বহিস্কার করা হলেও দ্বিতীয় ধাপের পরীক্ষায় এমন অভিযোগে কাউকে বহিস্কার করা হয়নি বলে নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৬ হাজার ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ১০ হাজার ৬৩৬ জন। উপস্থিতির হার ৬৫ দশমিক ১ শতাংশ। ২১টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৫ হাজার ৫৭৩ পরীক্ষার্থী। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার্থীরা সকাল ১০ টার আগেই কেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোহাম্মদ মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।