মহিউদ্দিন সানি।। যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা বারই পুকুর থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
পিবিআই ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে ঐ অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়। নিহতের নাম রেজাউল করিম (৩৭)। তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায়, তিনি বরিশাল জেলার গৌরনদী গ্রামের টরকির চর এলাকার ইউনুস বয়াতির ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, পদ্মবিলা এলাকার আব্দুর রাজ্জাকের পুকুরে ওই লাশ ভেসে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল করে ঘটনাটি প্রশাসনের দৃষ্টিতে আনে এলাকাবাসী।
এরপর পুলিশ,র্যাব,ডিবি,পিবিআইসহ প্রশাসনের একাধিক সদস্য ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলেই পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে লাশের পরিচয় সনাক্ত করেন।
এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হাসান দৈনিক কল্যাণকে বলেন , লাশটি উদ্ধার করে সুরতহাল তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।