নিজস্ব প্রতিবেদক: যশোরে মাহফুজ আহম্মদ (১৮), জিসান হোসেন (১৮) ও মেহেদী হাসান (১৭) নামে পৃথক তিনজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় ছুরিকাঘাত করা হয়েছে। আহত মাহফুজ ও জিসান যশোরের উপশহর গাবতলা এলাকার ও মেহেদী শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তেঁতুলতলা মোড় বাবলাতলায় মাহফুজ ও জিসানকে কোন অজ্ঞাত ১০-১৫ জন দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে দুইজনেরই মাথা ফেটে যায় এবং জিসানের বাম হাত ভেঙ্গে যায়। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
অপরদিকে আহত মেহেদী জানান, শহরের রেল গেটে পূর্ব শত্রুতার জেরে রাকিব, বিপ্লবসহ অজ্ঞাত কয়েকজন চাকু দিয়ে মেহেদীর বাম হাতের কবজিতে চাকু মারে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহিনুর রহমান সোহাগ জানান, সন্ধ্যায় ১০ মিনিটের ব্যবধানে তিনজনকে জখম অবস্থায় নিয়ে আসে। তাদেরকে জরুরি চিকিৎসা দিয়ে পেয়িং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে গুরুতর আহত করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগীদের সাথে কথা বলেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।