ক্রীড়া রিপোর্ট
যশোরের মাঠে গড়াচ্ছে চার মৌসুম পর ঘরোয়া ক্রিকেট লিগ। আগামী ৪ ডিসেম্বর শনিবার যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল শুরু হবে। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কবে লিগ শুরু হবে তা উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ‘বঙ্গবন্ধু শতবার্ষিকী’ রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২১-২২ শুরু হতে যাচ্ছে। আমাগী ৪ থেকে ৮ ডিসেম্বর খেলোয়াড়দের দলবদলের ফর্ম বিতরণ করা হবে। জমা দেওয়া যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। একশ টাকায় পাওয়া যাবে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন ফর্ম।
উল্লেখ্য, চার মৌসুম পর মাঠে গড়াবে যশোর ঘরোয়া ক্রিকেট লিগ। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমের লিগ শেষ হয় ২০১৮ সালের মে মাসে। এরপর নির্বাচন জটিলতা ও করোনাভাইরাসের কারনে লিগ অনুষ্ঠিত হয়নি।
যদিও এর মাঝে খেলোয়াড়রা নিজেদের ব্যবস্থাপনায় বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। এছাড়া চলতি বছরের মার্চে যশোর ক্রিকেট ডেভেলপমেন্ট একটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।