নিজস্ব প্রতিবেদক: যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে আব্দুল্লাহ শেখ জয় (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে সদরের বিরামপুর নদীর পাড় বালুর মাঠে এ ঘটনাটি ঘটে। সে বিরামপুর ফকিরার মোড়ের আব্বাস উদ্দিনের ছেলে।
আহত জয় জানায়, বিরামপুর নদীর পাড় বালুর মাঠে বিকেলে ফুটবল খেলতে গেলে একই এলাকার রাব্বি হোসেন (২৫), গিয়াস উদ্দিন (২২), রমজান হোসেন (২১), তুষার (২০), ইব্রহিম হোসেন (১৯) বিল্লাল হোসেনসহ ১০/১২ জন জয়ের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আব্দুল্লাহ শেখ জয় নামে এক কিশোরকে জরুরি চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানায়, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।