নিজস্ব প্রতিবেদক
যশোরে দুইদিন ব্যাপী বক্সিং টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার যশোর জেলা ক্রীড়া সংস্থার বক্সিং রিংয়ে প্রথম দিনে পুরুষ বিভাগে চারটি ও নারী বিভাগে দু’টি ম্যাচ সম্পন্ন হয়েছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার বক্সিং বডি বিল্ডিং ও ভারত্তোলন পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করে। আজ বিকালে শেষ হবে দুইদিন ব্যাপী এই টুর্নামেন্ট।
পুরুষ বিভাগে ৩২ কেজি ওজন শ্রেণিতে মোমিননগর প্রীতি পরিষদের সাকিব হোসেন পরাজিত করে শহীদ মশিউর রহমান বক্সিংয়ের রিয়াদ হোসেনকে। ৩৮ কেজি ওজনে মোমিননগর প্রীতি পরিষদের শাকিল আহমেদ রোকেয়া বক্সিং ক্লাবের মিরাজুল ইসলামকে পরাজিত করে। ৪৫ কেজি ওজনে শহীদ মশিউর রহমান বক্সিংয়ের রবিউল ইসলাম রিয়াদ যশোর বক্সিং ক্লাবের তাসফিকুর রহমানের বিপক্ষে জয় পায়। ৪৮ কেজি ওজনে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদের জাহেদ ইবনে সাব্বির পরাজিত করে মোহাম্মদ আলী বক্সিং ক্লাবের শামীম রেজাকে। বিজয়ীরা পরবর্তী রাউন্ডে যায়গা করে নেয়।
মহিলাদের ৪৫ কেজি ওজনে মোমিননগর প্রীতি পরিষদের সানজিদা আক্তার পরাজিত হয় শেখ রাসেল ক্রীড়া চক্রের অন্তরা আক্তার বৃষ্টির কাছে।
এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। বক্সিং বডি বিল্ডিং ও ভারত্তোলন পরিষদের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন পরিষদের সম্পাদক ফজলুর রহমান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ছাড়াও বক্সিং বডি বিল্ডিং ও ভারত্তোলন পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।