কল্যাণ রিপোর্ট
যশোরে বার্মিজ চাকুসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটকদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শহরের সার্কিট হাউজপাড়া থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা শহরের বেজপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন সোয়াইব ইসলাম (১৪), মুড়লির ইয়াসিন আরাফাত (১৬), সদর উপজেলার রঘুরামপুর গ্রামের নাঈম হাওলাদার (২২), উপশহর এফ ব্লকের বিল্পব হোসেন (১৯), শেখহাটি সরদার পাড়ার কালিতলার মিরাজ শেখ (১৯), বড় ভেকুটিয়া গ্রামের সাজ্জাদ হোসেন তপু (১৯), নওদাগ্রাম বিশ্বাস বাড়ির মোড়ের কামরুল হাসান (২৪), বড় ভেকুটিয়া গ্রামের রাসেল (৩০), মুড়লি খাঁ পাড়ার ইমদাদুল শেখ (১৬)।
মামলায় বলা বলা হয়েছে, আটকরা গত বৃহস্পতিবার রাত আটটার দিকে যশোর জিলা স্কুল ও সার্কিট হাউজের মধ্যবর্তী রাস্তায় শিক্ষা প্রকৌশল নতুন ভবনের সামনে জড়ো হয়। গোপন সংবাদ পেয়ে তাদের সেখান থেকে বার্মিজ চাকুসহ আাটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, আটকরা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা শহরে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।