নিজস্ব প্রতিবেদক :
৭, ৮ ও ৯ আগস্ট যশোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটারদের বাছাই করা হবে। এই লক্ষ্যে আগামী চার আগস্ট সকাল ৯টায় যশোরের বয়সভিত্তিক ক্রিকেটারদের শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারিতে রিপোটিং করতে বলা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার গেল ডেভেলপমেন্ট এর কো-অর্ডিনেটর আসাদুল্লাহ খান বিপ্লব ও শিমুল বিশ^াস শিমুর কাছে এ রিপোর্ট করতে হবে। দুই কপি পাসপোর্ট ও দুইটি স্ট্যাম্প সাইজের ছবি, পিএসসি, জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের মূল ও ফটোকপি, ডিজিটাল জন্মবিন্ধনের কপি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, বাবা/মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনার জন্য বলা হয়েছে। এসব কাগজপত্র ছাড়া রিপোর্ট গ্রহণ করা হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।