নিজস্ব প্রতিবেদক :
ওয়েস্টজোন পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) সোমবার বিকেলে মঙ্গলবারের (২৬ জুলাই) সম্ভাব্য লোডশেডিংর সময় সূচি প্রকাশ করেছে।
ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী- যশোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতায় চাঁচড়া, খোলডাঙ্গা, চাঁচড়া চেকপোস্ট বেলা ১১টা থেকে ১২টা, আশ্রম মোড়, রেলবাজার, ষষ্টিতলা, পোষ্ট অফিস পাড়া ভোর ৪টা থেকে ৫টা, মুজিব সড়ক, রায়পাড়া, খড়কি ভোর ৫টা থেকে সকাল ৬টা ও বিকেল ৫টা থেকে ৬টা, মুজিব সড়ক, মিশন পাড়া, কারবালা রোড়, সিভিল কোর্ট মোড়, স্টেডিয়াম পাড়া সকাল ৭টা থেকে ৮টা, কাজীপুর, সারতী স্কুল, মুড়লী, রামনগর, কচুয়া, রাজারহাট রাত ৩টা থেকে ৪টা, দুপুর ১টা থেকে ২টা, খড়কী, কারবালা, আরবপুর, বিমান বন্দর সড়ক রাত ১১টা থেকে ১২টা, সুজলপুর, ভেকুটিয়া সকাল ১১টা থেকে দুপুর ১২টা, বেজপাড়া, আরএন রোড সকাল ৭টা থেকে ৮টা ও সন্ধ্যা ৬টা থেকে ৭টা, শংকরপুর, ইসহাক সড়ক, মেডিকেল, ভাঙ্গাগেট, ছোটনের মোড় সকাল ৮টা থেকে ৯টা ও রাত ৮টা থেকে ৯টা, বকচর, হুঁশতলা দুপুর ১টা থেকে ২টা, নীলগঞ্জ, তাঁতীপাড়া সকাল ১০টা থেকে ১১টা, রাত ১০টা থেকে ১১টা, তালতলা কবরস্থান, চোপদাড় পাড়া, সাদেগ দাড়োগার মোড় রাত ৩টা থেকে ৪টা ও দুপুর ৩টা থেকে ৪টা।
বিক্রয় ও বিতরণ বিভাগ ২ যশোর এর আওতায় মারকাজ মসজিদ এলাকা, খাজুরা স্ট্যান্ড, সেক্টর-৭, নিউটাউন বিসিক দুপুর ১২টা থেকে ১টা, শেখহাটি, জামরুলতলা বাজার, কিসমত নোয়াপাড়া, তরফ নোয়াপাড়া, ইটভাটা এলাকা সকাল ৭টা থেকে ৮টা, আরএন রোড, পূর্ববারান্দিপাড়া, মোল্লাপাড়া, মাঠপাড়া,কালিতলা, লিচুতলা, ২নং কলোনী রাত ৩টা থেকে ৪টা, দুপুর ১টা থেকে ২টা, পশ্চিম বারান্দিপাড়া দুপুর ২টা থেকে ৩টা, বড়বাজার, কাঠের পোল, এইচএমএম রোড, মাছবাজার, কাঁচা বাজার, নড়াইল কাঁচাড়ী, উমেষ চন্দ্র লেন সকাল ৫টা থেকে ৬টা ও দুপুর ৩টা থেকে ৪টা, ঝুমঝুমপুর, বিজিবি সকাল ৬টা থেকে ৭টা, বিকেল ৪টা থেকে ৫টা, বিসিক শিল্প নগরী, মান্দারতলা মোড়, মান্নান চেয়ারম্যানের বাড়ী, সীতারামপুর সকাল ৭টা থেকে ৮টা ও সন্ধ্যা ৬টা থেকে ৭টা, আরবপুর, পাওয়ার হাউজ পাড়া সকাল ৮টা থেকে ৯টা ও রাত ৭টা থেকে ৮টা, পালবাড়ী ভাস্কর্য্যের মোড়, কবরস্থানপাড়া, নওদাগ্রাম, ডাকাতিয়া, বৈলপুর, কৃষি গবেষেনা, রওশন এমপি’র মোড়, পাগলাদা বিহারী কলোনী সকাল ৯টা থেকে ১০টা, রাত থেকে ৯টা, শাহীবাগ, পুলিশ লাইন সড়ক, টালিখোলা, বিবি রোড়, কাঁঠালতলা, আমতলা, কাজীপাড়া সকাল ৮টা থেকে ৯টা, রাত ৯টা থেকে ১০টা, ক্যান্টনমেন্ট কলেজ, খোয়ারাস্তা, পালবাড়ী মোড়, পোড়া মসজিদ, আবরপুর দিঘীরপাড় সকাল ৫টা থেকে ৬টা ও দুপুর ১টা থেকে ২টা, ঢাকারোড, পিবিআই অফিস, গাজীরঘাট রোড, পালবাড়ী কাঁচাবাজার, কাঁঠালতলা, ঢাকারোড বটতলা সকাল ৭টা থেকে ৮টা, বিকেল ৫টা থেকে ৬টা ও রাত ১০টা থেকে ১১ টা।
ঘোপ সেন্ট্রাল রোড, সদর হাসপাতাল, পিলুখান রোড সকাল ৯টা থেকে ১০টা, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা। ঘোপ নওয়াপাড়া রোড, হাউজিং অফিস, সদর হাসপাতাল সকাল ১০টা ১১টা ও রাত ৮ থেকে ৯টা। বাবলাতলা বাজার, এ-ব্লক, বিরামপুর বেলা ১১টা থেকে ১২টা ও রাত ৯টা থেকে ১০টা। বউ বাজার, উপশহর ক্লাব, বি-ব্লক বাজার, উপশহর কলেজ, স্মারতী টেক্সটাইল মিলস রাত ২টা থেকে ৩টা, দুপুর ১টা থেকে ২টা থেকে ও রাত ১০টা থেকে ১১টা। জেল রোড, জেলখানা, দড়াটানা ব্রিজ সকাল ১০টা থেকে ১১টা ও রাত ৮টা থেকে ৯টা।