নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে র্যাবের অভিযানে সাড়ে তিনশ’ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ সোমবার (৩০ মে) সকালে পৃথক দুইটি অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফরিদপুরের মধূখালী উপজেলার কারণ্যপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে লিটন শেখ, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের মৃত ইসমাইল খলিফার ছেলে জহিরুল ইসলাম ও যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কলোনী এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাসেল হোসেন।
র্যাব ক্যাম্প যশোর জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠিস্থ্য বাগডাঙ্গা গ্রামের রেলক্রসিংয়ের পাশে অবস্থান করে। এসময় পাশেই শহিদুল ব্রিক্স নামক ইট ভাটার সামনে একটি সাদা রঙের প্রাইভেটকার আসে। ওই গাড়িটি থামিয়ে তল্লাশি করে ২৭৫ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০ টাকাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। সাথে সাথে প্রাইভেটকারে থাকা লিটন শেখ ও জহিরুল ইসলামকে আটক করা হয়।
একইদিন সকাল ৯টার দিকে বেনাপোলের দিঘিরপাড়া গ্রামের জনৈক শামসুর রহমানের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ রাসেল হোসেনকে আটক করা হয়।