Friday, August 12, 2022

যশোরে লোডশেডিং কমানোর আপ্রাণ চেষ্টা ওজোপাডিকোর

নিজস্ব প্রতিবেদক : 

যশোরে লোডশেডিং কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। অতিরিক্ত ২০ মেগা ওয়াট বিদ্যুৎ বরাদ্ধ চেয়ে আবেদন করেছেন ওজোপাডিকো’র যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালনা ও সংরক্ষণ সার্কেল) ইখতিয়ার উদ্দীন। সম্প্রতি ঢাকার ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার পওয়ার গ্রিডের কোম্পানি অব বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে এ আবেদন করা হয়। সেনানিবাস, এয়ারবেস ও আইসিটি পার্ক যশোর জেলাতে থাকায় বিশেষ বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থাপনা সচল রাখতে অতিরিক্ত ২০ মেগাওয়াট লোড বরাদ্দের অনুরোধ করা হয়েছে। অন্য জেলা অনুযায়ী বরাদ্দ পেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচল রাখতে হলে সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ কঠিন হয়ে পড়বে।

এ আবেদন মঞ্জুর করা হলে যশোরে অনেকটাই লোডশেডিং কমে যাবে বলে জানিয়েছেন প্রকৌশলী ইখতিয়ার উদ্দীন।

আবেদনে বলা হয়েছে- ওজোপাডিকোর আওতায় যশোরে দুটি বিক্রয় ও বিতরণ বিভাগ পরিচালিতা হয়। এরমধ্যে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এ সর্বোচ্চ লোড ২৮ মেগা ওয়াট ও বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সর্বোচ্চ লোড ৩৫ মেগাওয়াট প্রয়োজন।

বিক্রয় ও বিতরণ বিভাগ-১ আওতায় যশোর এয়ারবেস, এয়ারপোর্ট, আইসিটি পার্ক, যশোর মেডিকেল কলেজসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। একইভাবে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতায় যশোরের সেনা নিবাস, ঝুমঝুমপুরস্থ বিজিবি সদর দপ্তরসহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল রয়েছে। জাতীয় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায়, ওই সকল স্থাপনায় সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে হয়। এই সকল স্থাপনায় চাহিদাকৃত লোড ২০ মেগাওয়াট। তাই ওই সকল স্থাপনায় সার্বক্ষনিক বিদ্যুৎ সচল রাখতে যশোর ১৩২/৩৩ কেভি গ্রিডের আওতায় বিশেষ বরাদ্দের আবেদন জানানো হয়েছে।

এছাড়া আবেদনে উল্লেখ করা হয়েছে, জেলা শহর হিসাবে যশোর বিশেষ গুরুত্ববহন করে। সেনানিবাস, এয়ারবেস ও আইসিটি পার্ক অন্য জেলা থেকে একমাত্র যশোর জেলাতে রয়েছে। এ অবস্থায় বিশেষ বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থাপনা সচল রাখতে অতিরিক্ত ২০ মেগাওয়াট লোড বরাদ্দের অনুরোধ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্প যেন অপরাধীদের অভয়ারণ্য

১০ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। ১২টার দিকে...

নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান মির্জা ফখরুলের

কল্যাণ ডেস্ক : দলের নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

তালেবানের শীর্ষ নেতা রহিমুল্লাহ হাক্কানি নিহত

কল্যাণ ডেস্ক : বোমা হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতা রহিমুল্লাহ হাক্কানি। তালেবান প্রশাসনের...

শোক দিবসে যশোর পৌর আ’লীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক...

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের মাইকপট্টি থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা কমিটির...

ন.পাড়া নৌবন্দরে আরও ২৩ অবৈধ ঘাট উচ্ছেদ

কামরুল ইসলাম, অভয়নগর : নওয়াপাড়া নৌবন্দরে আরও ২৩টি অবৈধ ঘাটের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার...