নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে মেধা, শক্তি ও জ্ঞান ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের কর্মশালা। বৃহস্পতিবার যশোর জিলাস্কুল অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন। বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন।
‘বিশ্ব নাগরিকত্ব শিক্ষা প্রচারের মাধ্যমে ইউনেস্কো কর্তৃক অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহের প্রসার’ শীর্ষক কর্মশালা বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কো ঢাকা অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ও ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরী।
বক্তারা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মার্তভাষা দিবস ঘোষণা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর অন্তর্ভূক্ত করার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান।
যশোরে শিক্ষার্থীদের নিয়ে ইউনেস্কো ক্লাবের দিনব্যাপী কর্মশালা
