নিজস্ব প্রতিবেদক: লোকজ সংস্কৃতি এ দেশের মানুষের হৃদয়ের কথা বলে, মাটির কথা বলে। সহজ সাবলীল ভাষায় জীবনের সুন্দরতম দিকটির কথা বলে। কবি গান, পালা গান, জারি গান, মুর্শিদী গান, নৌকাবাইচ, হাডুডু খেলাসহ আরও অনেক রকম ঐতিহ্য আছে এ দেশের। একটা সময় এসব সংস্কৃতি মাতিয়ে রাখত গ্রামবাংলাকে। তবে সময়ের বিবর্তনে আগের মতো জৌলুস নেই। মনে হয় মাটি থেকে অনেক দূরে সরে গেছি আমরা।
গতকাল জেলা শিল্পকলার আয়োজনে পাঁচদিন ব্যাপি জেলা সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এদিন আলোচনার বিষয় ছিলো বাংলাদেশের লোক সংস্কৃতি ও যশোর। মুজিব জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে সারাদেশের ন্যায় যশোরেও পাঁচদিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব উদযাপন হচ্ছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলানয়তনে দ্বিতীয় দিনের আলোচনা সভায় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার রায়, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, সুরবিতান সঙ্গীত একাডেমীর অধ্যক্ষ বাসুদেব বিশ্বাস, নাট্য ব্যক্তিত্ব আব্দুল আফফান ভিক্টর, রবীন্দ্র সঙ্গীত সম্মেলন জেলা শাখার সভাপতি শ্রাবণী সুর। আলোচনা সভা শেষে কবি গান, পালা গান, জারি গান, বাউল, মুর্শিদী গান, নৃত্য পরিবেশন করেন যশোরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা।