কল্যাণ রিপোর্ট
আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে যশোর জেলায় ৩ লাখ ২৬ হাজার ৮৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুর সংখ্যা ৩৭ হাজার ৭৯০ । এদের খাওয়ানো হবে নীল ক্যাপসুল। আর ১২ থেকে-৫৯ মাস বয়সি শিশু ২ লাখ ৮৮ হাজার ২৯৯ জন। এদের খাওয়ানো হবে লাল ক্যাপসুল। পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ৯২ টি ইউনিয়নে এ কার্যক্রম চলবে।
গতকাল বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা হাসপাতালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন শেখ আবু শাহীন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, ডা. রেহনেওয়াজ, প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
কর্মশালায় বলা হয়, বাংলাদেশের শিশু স্বাস্থ্য সুরক্ষার অন্যতম সফল স্বাস্থ্য কর্মসূচি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ১৯৭৩ সালে জাতীয় অন্ধত্ব দুরীকরণ কর্মসূচির অংশ হিসেবে ভিটামিন ‘এ‘ সম্পুরক কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিশুদের ভিটামিন ‘এ’ র অভাবজনিত রাতকানা ও অন্ধত্ব দুর করা। কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমানে ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা ও অন্ধত্বের হার প্রায় শূন্যের কোঠায়। গবেষণায় দেখা গেছে ভিটামিন ‘এ’ গ্রহন ২৪ শতাংশ সব ধরনের মৃত্যু কমিয়ে দেয়। ক্যাম্পেইন চলাকালে সারাদেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২০ লাখের উপর শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।