নিজস্ব প্রতিবেদক :
স্ত্রীকে নিয়ে ঈদের শপিং করতে এসে সুমন হোসেন (২৬) নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তিনি শহরের বেজপাড়া কবরস্থান রোডের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সুমন তার স্ত্রীকে নিয়ে ক্যালেক্টরেট মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসলে পূর্ব শত্রুতার জেরে কাজীপাড়া কাঁঠালতলার আতিকুর রহমান সুটি ও আশিকুর রহমান আশিকসহ ৩/৪ আচমকা দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত স্থান ত্যাগ করেন। এসময় সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় জানান, দুপুরে সুমন নামে একজনকে উদ্ধার করে নিয়ে আসে। তার পেটেসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জেলা পরিষদের সামনে সুমন হোসেন নামে একজনকে মারপিট করার কথা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।