নিজস্ব প্রতিবেদক: যশোরে র্যাবের অভিযানে হত্যা ও ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা রাতে শহরের টাউন হল মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি শওকত সিং ওরফে আপন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা।
র্যাব জানিয়েছে, আপন ডাকাতি ও হত্যা মামলায় পলাতক আসামি। সে দীর্ঘ ১৩ বছর যাবৎ আত্মগোপনে ছিলেন। শনিবার আটকের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, কোতোয়ালি থানা পুলিশ রোববার তাকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।