কল্যাণ রিপোর্ট:
যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের লালদীঘি পাড়স্থ হরিসভা মন্দির থেকে শুরু করে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।
দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধি, বাসাবাড়ী গৃহস্থলী বর্জ্য ব্যবস্থাপনা কাজে এনজিওর অনুপ্রবেশ, পরিচ্ছন্নতা কাজে অহরিজনদের নিয়োগ বাতিল, ছাটাইকৃত শ্রমিকদের পুনঃবহালসহ মৃত শ্রমিকদের ত্রিশ হাজার টাকা এবং শ্রমিকদের পরিবারের সদস্যদের মৃত্যুতে দশ হাজার টাকা প্রদানে সম্পাদিত চুক্তিসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিলাল হরিজন। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি কমল বিশ্বাস, সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার, সাধন বিশ্বাস ও দেবলিয়া হরিজন প্রমুখ।