নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলা থেকে ১০ পিস সোনার বার ও একটি মোটরসাইকেলসহ হাসানুজ্জামান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক হাসানুজ্জামান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে উপজেলার বালুন্ডা-জামতলা সড়কের ভাগারিখা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, ভারতে সোনার একটি চালান পাচার হবে, এমন গোপন খবরের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানার টেংড়া গ্রামের ভাগারিখা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে চালিয়ে ১০ পিস সোনার বার ও মোটরসাইকেলসহ হাসানুজ্জামানকে আটক করে।
উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক সিজার মুল্য ৮৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ তানভীর রহমান জানান, আটক পাচারকারী, সোনার বার ও মোটরসাইকেলের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।