কল্যাণ রিপোর্ট :
র্যাব-৬ খুলনার সদস্যরা যশোর শহরের মণিহার প্রেক্ষাগৃহ এলাকায় অভিযান চালিয়ে প্রায় কেজি (৩ কেজি ৭শ’ গ্রাম) গাঁজাসহ জনি হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটক জনি হোসেন যশোর সদরের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের জামির মোল্লার ছেলে।
র্যাব-৬ খুলনার পরিদর্শক ইমদাদুল হক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপনে সংবাদ পেয়ে মণিহার এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি জনি পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে থাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ওই গাঁজা উদ্ধার করা হয়ে। এই ঘটনায কোতয়ালি থানায় মামলা হয়েছে।