এম এ রাজা :
ঈদের ছুটির পর শুরু হয়েছে যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ। বৃহস্পতিবার প্রথম দিনেই বল হাতে চমক দেখিয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার আক্তারুজ্জামান শান্ত। বল হাতে একাই নিয়েছেন ৮ উইকেট। শান্ত’র ৮ উইকেটে সহজ জয় পেয়েছে তার দল মুরাদ স্মৃতি সংঘ। শামস্-উল হুদা স্টেডিয়ামে ৮৫ রানে পরাজিত হয়েছে প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার।
এর আগে যশোর লিগে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি নিলয় রায়ও আট উইকেট নিয়েছিলেন। ওই বছর প্রথম বিভাগের দল ইলেভেন স্টারের হয়ে খেলা নিলয় রায় উপশহর ইয়ুথ ক্লাবের ৮ ব্যাটসম্যানকে একাই সাজঘরে পাঠিয়েছিলেন। নিলয় ১০ ওভার বল করে ২ মেডেনসহ ৩৭ রানে নিয়েছেন ৮ উইকেট। তবে শান্ত ৮ উইকেট নিতে হাত ঘুরিয়েছেন ৭ ওভার ১ বল। খরচ করেছেন মাত্র ৩৬ রান।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুরাদ স্মৃতি সংঘ। ব্যাট করতে নেমে ৩৩ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের হয়ে রাকিবুল ইসলাম ৫৯ বলে ২টি চার ও এক ছয়ে ৪৪, মিরাজুল ইসলাম তাসিন ৪০ বলে দুই চারে ৩২, জুবায়ের ইসলাম রিফাত ২৬, ইয়াসিনুল ইসলাম স্বাধীন ২১, তৌহিদ আহমেদ রাফি ১৯ রান করেন। এরপাশে অতিরিক্ত থেকে দলের খাতায় যোগ হয় ৩৬ রান।
বল হাতে প্রাইম ক্রিকেট কোচিং সেন্টারের হাসিব ৩৮ রানে ৪টি, ইয়ামিন ৩টি এবং নাসিম ও আশিক ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে শান্ত’র বোলিং তোপে ২৩ ওভার ১ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১১৮ রান করে প্রাইম ক্রিকেট। দলের হয়ে নাদিম এক চার ও ছয়ে ২৫, ইয়ামিন ২৩, তাসিন ২০ ও আশিক ১৯ রান করেন।