ঝিনাইদহ প্রতিনিধি:
দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন হতে চলেছে ঝিনাইদহ টু যশোর মহাসড়কের সিক্স লেন কার্যক্রম। এ লক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমানের কাছে ভূমি অধিগ্রহণের প্লান হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ-যশোর হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট সিক্স লেন এর কার্যক্রম শুরু হলো গতকাল সোমবার।
প্রজেক্ট ম্যানেজার তানিমুল হক ও প্রজেক্ট ম্যানেজার কেএম নকীবুল বারী ভূমি অধিগ্রহণসহ সংশ্লিষ্ট অন্যান্য কাগজ পত্র জেলা প্রশাসকের হাতে তুলে দেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীকসহ জেলা প্রশাসন ও হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট সিক্স লেন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।