নিজস্ব প্রতিবেদক: ডেন্টাল সার্জন ফোরাম যশোর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর দেড় টায় যশোর জাবের হোটেল ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক বিধান কৃষ্ণ সাহার সঞ্চলনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, সংগঠনের নব্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্ল্যা, সহ-সভাপতি ডাক্তার কাজী শামীম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক প্রচার সম্পাদক মতিউর রহমান সোহাগ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক শের আলী, সদস্য ইয়াসিন আল আমিন প্রমুখ। এ জরুরি সভায় সকলের কন্ঠ ভোটের মাধ্যমে আগামী দু’বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মোল্ল্যাকে সভাপতি ও মাহাবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়।