নিজস্ব প্রতিবেদক :
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বিপনন। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তাদের কাছে পরাজিত হয়েছে ছাত্র সংঘ। এই জয়ে লিগের ‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনালে লড়াইয়ে এগিয়ে রইলো বিপনন।
ছাত্র সংঘ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে বিপনন ৩৮ ওভার ১ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৪ রান করে।
আরও পড়ুন : নড়বড়ে শাহীন চাকলাদারের দূর্গ
ব্যাট হাতে আশিষ কুমার বিশ্বাস ১৯ বলে দুই চার ও এক ছয়ে ২৩, সাঈদ আনোয়ার ২২, মাহিনুর রহমান ১৬ ও আরাফাত কবির ১৩ করেন। এরপাশে অতিরিক্ত থেকে দলের খাতায় যোগ হয় ৩৩ রান। ছাত্র সংঘের সুজন হোসেন ১২ ও ইমামুল হাসান গালিব ৩টি করে, সুইট হোসেন ২টি এবং আলী আরমান অভি ও সানিল আলম জিতু একটি করে উইকেট দখল করেন।
পরে ব্যাট করতে নেমে ২০ ওভার চার বলে সাত উইকেট হারিয়ে মাত্র ৫০ রান করে ছাত্র সংঘ। তাদের তিন ব্যাটার ব্যাট করতে নামেননি।
ছাত্র সংঘের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ ১৮ রান করেন আলি আরমান অভি। তিনি খেলেন ৩০ বল। বাকি কোন ব্যাটার পারেননি দু’অঙ্কের ঘেরে যেতে। বল হাতে বিপননের পক্ষে তারিক সামি ১৬ রানে তিনটি ও আরাফাত কবির ১২ রানে নেন দু’টি উইকেট।
আরও পড়ুন : যশোরে স্কুল হ্যান্ডবলের শিরোপা জিতলো বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়