নিজস্ব প্রতিবেদক :
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের শুক্রবারের ম্যাচে জয় পেয়েছে ছাত্র সংঘ। শামস্-উল হুদা স্টেডিয়ামে তাদের কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে অমৃত বাজার ক্রীড়া চক্র।
প্রথমে ব্যাট করে রেকর্ড ২৭৩ রান সংগ্রহ করে ছাত্র সংঘ। পরে অমৃতবাজারকে ১২৪ রানে গুটিয়ে দিয়ে রানের দিক থেকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ছাত্র সংঘ।
টসে জিতে অমৃত বাজারের অধিনায়ক সিয়াম প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বল করতে নেমে ২৪ রানেই ছাত্রসংঘের টপ অর্ডারের দুই ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান। এরপর মাসুম গাজী ও গালিব ১২২ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করায়। এই ভিতের উপর দাঁড়িয়ে শেষ দিকে ব্যাটিং ঝড় তোলে সুইট। আর তাতেই নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৩ রান করে। যা চলতি লিগের দলীয় সর্বোচ্চ রান। সুইট ৫০ বলে ৬টি চার ও ৪টি ছয়ে ৭১ রান করেন। এরপাশে ফিফটির দেখা পান গালিব। ৫১ বলে ফিফটি করা গালিব শেষ পর্যন্ত ৭০ বলে ৭টি চার ও ৪টি চারে ৬৯ রান করেন। এছাড়া মাসুম গাজী ৭০ বলে ২১, বর্ন ১৪ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ৭১ রান।
অমৃতবাজারের বল হাতে লাবিব ৩৮ রানে ৩টি, ফয়সাল ও আবিদ ২টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে অমৃতবাজার। ছয় রানে প্রথম উইকেট হারানো অমৃত ৮১ রানে হারায় দ্বিতীয় উইকেট। তবে এরপর আর বেশিক্ষণ টেকেনি অমৃতবাজারের দলীয় ইনিংস। শেষ পর্যন্ত ২৯ ওভার ৪ বলে ১২৪ রানে গুটিয়ে যায় তাদের দলীয় ইনিংস। দলের পক্ষে ৫৭ বলে ৪টি চারে সর্বোচ্চ ৪৩ রান করেন সিয়াম। এরপাশে সাব্বির ২০, ফয়সাল ১৫ রান করেন। ছাত্র সংঘের সুইট, সুজন ও মেহেদি হাসান ২টি করে উইকেট দখল করেন।