নিজস্ব প্রতিবেদক :
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে জয় পেয়েছে ইয়াং আরএন রোড। রোববার শামস্-উল হুদা স্টেডিয়ামে কপোতাক্ষের করা ২৪৫ রান তিন বল এক উইকেট হাতে রেখে টপকে যায় ইয়াং আরএন রোড। টানা তিন জয়ে লিগের ‘গ’ গ্রুপের সেরা হয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে আরএন রোডের দলটি।
পিচ ভেজা থাকার কারণে ম্যাচ তিন মিনিট দেরিতে শুরুতে হয়। ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু এনে দেয় কপোতাক্ষের দুই ওপেনার আশিকুর রহমান ও আজিজুর রহমান। ওভার প্রতি প্রায় আট করে রান তোলে দুজনে। ১০ ওভার ৫ বল এক সাথে ক্রিজে কাটিয়ে দুজনে করেন ৮৩ রান। আশিকুর ৩৪ বলে ৩টি চার ও চারটি ছয়ে ৪৫ রান করে ফিরলে ভাঙ্গে প্রথম উইকেট জুটি। অপর প্রান্তে অর্ধশতক তুলে নেন আজিজুর রহমান। ৭৩ বলে ফিফটি করা আজিজুর শেষ পর্যন্ত করেন ৯১ বলে ৬৬ রান। শেষ দিকে ব্যাটারদের কেউ বড় কোন ইনিংস না খেললেও নির্ধারিত ৩৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান স্কোর বোর্ডে জমা করেন। এই দুজনের পাশে আশরাফুল কবির ৩৩ বলে ৪টি চারে ২৭, দিপ বিশ^াস ১২ বলে ২৪ ও তারেক বিন ১৩ বলে ১৮ রান করেন।
বল হাতে ইয়াং আরএন রোডের হাসানুল ইসলাম ৫৬ রানে ৩টি, আফজাল ও সাইমন ২টি করে এবং সাকিব মাহমুদ একটি উইকেট দখল করেন।
২৪৬ রানের জবাবে ইয়াং আরএন রোডের কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। বেশ কয়েকজন খেলেছেন ২০ ছাড়ানো ইনিংস। আর এতেই ৩৮ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়াং আরএন রোড। ব্যাট হাতে মেহেদি হাসান ৪২ বলে ৫টি চারে সর্বোচ্চ ৪০ রান করেন। এরপাশে রাকিব ৪০ বলে ৫টি চারে ৩৫, তন্ময় ও রিয়াজ খান ২৯ করে, সাইমন ২২ ও রাজিব মন্ডল ১৪ রান করেন।
বল হাতে কপোতাক্ষের তারিক বিন ৫০ রানে ৩টি, তানজীর রেজা ২টি, ইয়াসিন ও ফালাক ১টি উইকেট দখল করেন।