নিজস্ব প্রতিবেদক :
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে শেষ চার নিশ্চিত করেছে শতদল। সোমবার শামস্-উল হুদা স্টেডিয়ামে ১১ রানে মুরাদ স্মৃতি সংঘকে পরাজিত করে লিগের ‘ঘ’ গ্রুপের সেরা হয়েছে।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারের এ ম্যাচে ৩৭ ওভার পাঁচ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৫৫ রান করে শতদল। ব্যাট হাতে দলের পক্ষে সাগর হাসান ৪৯ বলে দু’টি চারে ২২, সজিব হাসান ৩১ বলে একটি চার ও ছয়ে ২২, রিমন হাসান ৬৮ বলে পাঁচটি চার ও একটি ছয়ে ৪২ ও প্রিন্স মাহমুদ ৩০ বলে দু’টি চার ও একটি ছয়ে ২১ রান করেন। অতিরিক্ত হতে তাদের স্কোর বোর্ডে যোগ হয় ২৫ রান।
বল হাতে মুরাদ স্মৃতির জুবায়ের আহমেদ ২৪ রানে তিনটি, নাজমুল হাসান ১৬ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ইয়াসিনুল ইসলাম, তারিফ সিদ্দিকী, জুবায়ের ইসলাম ও তাহসিন।
পরে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যাটার রাকিবুল হাসানের অর্ধশতকের পরও ৩৮ ওভার চার বলে মুরাদ স্মৃতির দলীয় ইনিংস গুটিয়ে যায় ১৪৪ রানে। ব্যাট হাতে মুরাদ স্মৃতির রাকিবুল ইসলাম ১১৪ বলে পাঁচটি চার একটি ছয়ে ৬৪ ও ইয়াসিনুল ইসলাম ১৮ বলে একটি চারে ১০ রান করেন। দলের বাকি ব্যাটারদের মধ্যে একজন ফিরেছেন ডাক মেরে। বাকিরা পারেননি দু’অঙ্ক স্পর্শ করতে।
বল হাতে শতদলের সম্রাট ২৬ রানে তিনটি, জাহিদ হাসান ৩০ রানে ও রিয়াদ শরীফ ৩৬ রানে নেন দু’টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন অহিদুল ইসলাম ও সজিব হোসেন।