নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্নতা কাজে এজনিওর সম্পৃক্ততা বন্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়ন। শনিবার বিকেলে যশোর ভৈরব চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পাল করে সংগঠনটি।
তাদের দাবির মধ্যে অন্যতম হলো পরিচ্ছন্নতা কাজে এনজিওদের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও দাবির মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের ছাঁটায় বন্ধ। যাদের ছাঁটায় হয়েছে তাদের কাজ ফিরিয়ে নেয়ারও দাবি জানানো হয়েছে।
সমাবেশে সংগঠনের সভাপতি মতিলাল হরিজনের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি আশুতোস বিশ^াস। তিনি বলেন, আমাদের দৈনিক ৭০/১৫০ হারে কাজের মুজুরি দেয়, যা দিয়ে একদিনের সংসার চলে না। এনজিওদের দিয়ে পরিচ্ছন্নতা কাজ বন্ধ করতে হবে। হরিজনদের নিয়ে যে অভিযোগ করেছে ১০ টনের বেশি ময়লা সংগ্রহ করে না সেটা মিথ্যা। তিনি বলেন, আপনাদের সন্তান হওয়ার পরে যে নাড়ি-ভুড়ি পরিষ্কার করা হয় সেই টাকাও মেরে দেয়। আমাদের ময়লা পরিস্কার করার টাকাও উপর মহলের লোকেরা মেরে খায়। আমাদের ৫ দফা দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক ও জেলা সাধারণ সম্পাদক বিষুু। তিনি বলেন, আমরা বার বার সমাবেশ ও বিক্ষভ করেও আমাদের দাবি আদায় হচ্ছেনা। এর পরও দাবি আদায় না হলে কঠিন কর্মসূচি দেবো।
বাসাবাড়িতে বর্জ ব্যবস্থাপনা কাজে এনজিওদের বন্ধ করতে হবে। মৃত শ্রমিকদের ৩০ হাজার টাকা এবং পবিরারের সদস্যদের মৃত্যুতে ১০ হাজার টাকা প্রদানের চুক্তিসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কামরুজ্জামান, আয়ুব হোসেন, কমল বিশ্বাস, মন্টু বিশ্বাস, পদবলিয়া হরিজন, চন্দন হেলা, প্রেমলাল সরকার প্রমুখ।