ক্রীড়া রিপোর্ট: চার মৌসুম পর যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে গতকাল। শামস্-উল-হুদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন যশোর ক্রিকেট ক্লাব। নবাগত স্কাই ল্যাব ক্লাবকে তারা হারিয়েছে ৮২ রানে।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময়ের সোয়া এক ঘন্টা পর শুরু হয় খেলা। এতে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে প্রথম ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান করে যশোর ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৫ বলে ১৩৪ রানে গুটিয়ে যায় স্ক্যাই ল্যাবের ইনিংস।
ব্যাট হাতে যশোর ক্রিকেট ক্লাবের মাহফুজুর রহমান টিটো ৩৮, রেজওয়ান হোসেন ৩৬, মাসুম খান ৩৫, ইমরানুজ্জামান ২৮ ও আহাদ গাজী ১৭ রান করেন। স্ক্যাই ল্যাবের হয়ে রাজিবুল ৪১ রানে ৬ টি, নয়ন হোসেন ২টি ও রনি মন্ডল ১টি করে উইকেট দখল করেন।
স্ক্যাই ল্যাবের পক্ষে শুভ সর্বোচ্চ ২৭, আরিফ খান জয় ২০, সুলতান আহমেদ ১৭ রান করেন। যশোর ক্রিকেট ক্লাবের টিপু সুলতান ২২ রানে ৪টি, মাহফুজুর রহমান টিটো ১৯ রানে ২টি উইকেট নেন।
এর আগে সকালে অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান লিগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম সালেকের সভাপতিত্ব বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। পরিচালনা করেন ক্রিকেট কোচ শামস্ উদ্দিন শাহাজী নন্টু।
এবারের লিগে ১২টি দল অংশগ্রহণ করছে। ক্লাব গুলো দুই গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহন করছে। যশোর ক্রিকেট ক্লাব, আরএনরোড ক্রীড়া চক্র, ফাইভ স্টার ক্লাব, আসাদ স্মৃতি সংঘ, রাইজিং স্টার ক্লাব ও স্ক্যাই ল্যাব খেলবে ‘ক’ গ্রুপে। ‘খ’ গ্রুপে জাগরণী সংসদ, ম্যাগপাই ক্লাব, আসাদ ক্রিকেট একাডেমি, ইয়াং প্যাগাসাস, ন্যাশনাল স্পোর্টিং ক্লাব ও সূর্য সংঘ ক্লাব। দুই গ্রুপের সেরা চার দল খেলবে লিগের সুপার ফোরে। এছাড়া দুই গ্রুপের সর্বনিম্ন পয়েন্টধারী দুই দল নেমে যাবে প্রথম বিভাগে।
নির্বাচনী জটিলতা ও করোনার কারণে ২০১৭-২০১৮ মৌসুমেপর আর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়ায়নি।