ক্রীড়া রিপোর্ট
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী রেডিয়েন্ট ফার্মা সিটিক্যাল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন করেছে আরএন রোড ক্রীড়া চক্র। শনিবার দলবদলের প্রথম দিনেই খেলোয়াড়দের সাথে চুক্তি সম্পন্ন করেছে যশোরের ঐতিহ্যবাহী দলটি। এদিন সন্ধ্যায় আরএন রোড নতুন বাজারের অবস্থিত ক্লাব ঘরে খেয়োড়দের সাথে চুক্তি সম্পন্ন করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদের, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব, সদস্য জিয়াউর রহমান বিপ্লব, মনিরুল হুদা খান মনি, আজিজুল ইসলাম, শওকত আলী, ইকবাল হোসেন ববি, দলটির পৃষ্ঠপোষক রিপন অটোসের পরিচালক আয়াজ উদ্দিন রিপন, ব্যাবস্থপনা পরিচালক এজাজ উদ্দিন টিপু প্রমুখ।
এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গড়েছে ক্লাবটি। তারা দলে ভিড়েয়েছেন দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে অংশগ্রহণকারি যশোরের বেশ কয়েকজন খেলোয়াড়কে। তার সাথে যুক্ত হয়েছে উদীয়মান বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়া বহিরাগত খেলোয়াড়ের অনুমোদন দিলে দলে দেখা যাবে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের।
দলটির সাথে চুক্তি সম্পন্ন করেছে খুলনা বিভাগীয় দলের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মঈনুল ইসলাম সোহেল, জেলা দলের ডানহাতি পেসার আমিনুর রহমান, পেস বোলিং অলরাউন্ডার লাকাতুজ্জামান রুবেল, জাওয়াদ মোহাম্মদ রয়েন, ডানহাতি ব্যাটসম্যান আশিকুল ইসলাম নিলয়, বাঁহাতি স্পিনার অরিদুল ইসলাম আকাশ, ব্যাটসম্যান আলিফ হোসেন, রিপন অটোস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বাঁহাতি স্পিনার ইমন ফারাজি, সর্বশেষ অনূর্ধ্ব-১৮ দলে খেলা বাঁহাতি ব্যাটসম্যান তামিম ও সাদমানের সাথে।