নিজস্ব প্রতিবেদক :
যশোর শিক্ষাবোর্ডের সিবিএ নির্বাচনে আবদুল মান্নান সভাপতি ও রাকিব হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার শিক্ষাবার্ড ভবনে অনুুষ্ঠিত নির্বাচনে শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন জয়ী হয়েছে। যার নেতৃত্বে ছিলেন আবদুল মান্নান ও রাকিব হাসান। তারা গঠন করবেন ৭ সদস্যর একটি নির্বাহী কমিটি।
নির্বাচনে কর্মচারী ইউনিয়ন পেয়েছে ৫৫ ভোট এবং শিক্ষাবোর্ড এমপ্লয়ীজ ইউনিয়ন পেয়েছেন ৩৩ ভোট।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা ছিল। কিন্তু ভোটাররা বেলা ১২টার মধ্যে ৮৮জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এরা হলো- এমপ্লয়িজ ইউনিয়ন (হরিণ মার্কা) ও কর্মচারী ইউনিয়ন (দোয়াত কলম মার্কা)।
দোয়াত কলম মার্কার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী রাকিব হাসান বলেছেন, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে উৎসব বিরাজ করেছে। আমাদের নির্বাচিত করায় সব ভোটারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে মিশে এক হয়ে কাজ করবো। কর্মচারীদের কল্যাণে সর্বদা নিবেদিত থাকবো।