নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের হযরত গরীবশাহ রোডস্থ সাব-রেজিষ্ট্রারের কার্যালয় সংলগ্ন লাকী বুটিকস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সিলিং কেটে চুরি হয়েছে। চোরেরা গভীর রাতে প্রতিষ্ঠানে ঢুকে থ্রি-পিস, বাচ্চাদের ড্রেস, খেলনা, চামড়ার হ্যান্ডব্যাগ, কসমেটিকসসহ দেড়লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে। গত ১ মে শনিবার সকালে প্রতিষ্ঠানের মালিক সুরাইয়া সুলতানা লাকী অজ্ঞাতদের নামে মামলা করেন।
মামলায় লাকী বলেন, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ৯ টায় তিনি তার প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের পিছনে তার বসত বাড়িতে চলে যান। রাত সাড়ে ১১ টায় বাড়ির সকলে রাতের খাওয়া শেষ করে যে যার মতো শুয়ে পড়ে। পরের দিন ১ মে সকাল সাড়ে ৭ টায় তিনি তার দোকানে যেয়ে দেখেন দোকানের মালামাল তছনছ করা। দোকানের টিনের চালের টিন কাটা ও হার্ডবোর্ডের সিলিং ভাঙ্গা। দোকানের মধ্যে সর্বমোট দেড়লাখ টাকা মূল্যের মালামাল চুরি হয়ে গেছে। তিনি স্থানীয় প্রতিবেশী লোকজনরদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন ও তার সন্দেহ সড়ক ভবনের নাইটগার্ড সবুজের সহায়তায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার প্রতিষ্ঠানে ঢুকে চুরি সংঘঠিত করতে পারে।