নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে শুক্রবার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব যশোরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু।
সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি মহিউদ্দিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, যশোর জেলা যুবলীগের সদস্য এসএম রবি সিদ্দিকী, কেরামত আলী, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলহজ্ব হোসেন, প্রচার সম্পাদক আজিবার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। হকার্স ইউনিয়নের ১৮০ জন সদস্যের মাঝে এই ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।