নিজস্ব প্রতিবেদক: একদিকে ধোয়ামোছা অন্যদিকে দেয়াল পরিস্কারে ব্যস্ত কর্মীরা। প্রধান গেটে নেই যানবাহন ও দালালের জটলা। দুর্গন্ধও যেন উধাও। চিরচেনা দৈন্যদশাও পাল্টে এ যেন নতুন রূপ।
বলছি হঠাৎ ব্যাপক পরিবর্তন হওয়া যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কথা। একদিনে পাল্টে গেছে হাসপাতালটির প্রতিদিনের সকল দৃশ্যপট। যেন নতুন করে সাজছে পুরো হাসপাতাল।
মঙ্গলবার সকাল থেকেই সদর হাসপাতালের প্রতিটি ফ্লোর ধুয়ে-মুছে পরিস্কার করার কাজ শুরু করেন পরিচ্ছন্ন কর্মীরা। হাসপাতালের ডাক্তার, কর্মচারী, নার্স সবার চোখে-মুখেই যেন আতংকের ছাপ। বুধবার হাসপাতালে আসার কথা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর রাশিদা সুলতানা। এজন্যই এই কর্মযজ্ঞ।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবদুস সামাদ জানান, বুধবার যশোর পৌঁছাবেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর। সকাল ১০টায় যশোরে সদর হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। এসময় খুলনা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।