নিজস্ব প্রতিবেদক :
দাবিকৃত যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে মারপিটের অভিযোগে স্বামী, জা, ভসুরসহ চারজনের নামে আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর শহরের ঢাকা রোড বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনে শাহাবুদ্দিন মোল্লা ও মালেকা খাতুনের মেয়ে রুপা খাতুন ঘটনার ১৬ দিন পর শুক্রবার মামলা করেন। মামলার আসামিরা হচ্ছে শহরতলীর ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের পিছনে ক্লাব মোড় সামছু খাঁর ছেলে হুমায়ন কবির (২৮), ইমাম হোসেনের স্ত্রী জাহানারা খাতুন (২৬), সামছু খাঁর ছেলে ইমাম খাঁ (৩৫) ও মাহাবুব খাঁ (৩০)।
মামলায় তিনি বলেছেন, আসামিরা যৌতুক লোভী। আসামি হুমায়ন কবির বাদী রুপা খাতুনের স্বামী। হুমায়ন কবিরের সাথে ২০১৩ সালে রুপা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করে। এক পর্যায়ে রুপা খাতুনের নিকট টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মারপিট করে। রুপা ভবিষ্যতের কথা চিন্তা করে সংসার করতে থাকে। এতেও হুমায়ন কবির ক্ষ্যান্ত হয় না। গত ৬ জুলাই সকালে জাহানারা খাতুন ও ইমাম খাঁ’র ইন্ধনে হুমায়ন কবির তার স্ত্রী রপা খাতুকে মারপিট করে ও খুন করে লাশ ঘুম করে দেবে বলে হুমকি দেয়। ওই দিন গোপনে ভয়ে রুপা শহরের ঢাকা রোড বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনে তার বড় বোন রেখা খাতুনের বাড়ি চলে আসে। এ খবর পেয়ে আসামিরাও দুপুরে রেখা খাতুনের বাড়ি আসে। রেখার বাড়ি এসে আসামিরা রুপা খাতুনকে জিজ্ঞাসা কেন সে চলে এসেছে। আসামিদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশে দা দিয়ে মাথার মাঝখানে কোপ দেয়। এতে রুপা গুরুতর জখম হন।