কল্যাণ রিপোর্ট: যশোরে বকচর হুশতলায় আব্দুর রহমান রাকিব (২৬) হত্যা মামলায় আটক কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। রোববার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরিন এই আদেশ দিয়েছেন।
এর আগে গত বুধবার র্যাব তাদের যশোর থেকে আটক করে।
আটক সাত কিশোর হলো, শহরের নাজির শংকরপুর কোল্ড স্টোর এলাকার মানিক (২০), যশোর শহরের সিটি কলেজ বউবাজার কলোনীর ৩ নম্বর গলির সিয়াম হোসেন বাঁধন (১৯), আশ্রম রোডস্থ রাসেল চত্বরের অনিন্দ নায়েক দেবা (২০), মীর মোহাম্মদ ঈসা ওরফে ঈসা মীর (১৯), মুড়লী মোড়স্থ মহাসিন স্কুলের পিছনের বাসিন্দা তরিকুল ইসলাম (১৯), নীলগঞ্জ তাঁতীপাড়ার সোহাগ মুন্সি (২০) ও যশোর শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের ইশান হোসেন ইমান (১৮)।