ঝাঁপা (মণিরামপুর) প্রতিনিধি
মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি রেন্ট্রি গাছ কেটে নিয়েছে একটি চক্র। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয় মাঠের পশ্চিম সীমান্তে একটি পরিত্যাক্ত ভবনের পাশ থেকে একটি রেন্ট্রি গাছ দিঘীরপাড় গ্রামের হাবিবুর, আমিনুর, মুজাফফর, গনি, শাহিনুর, কামরুল, বিল্লালসহ দশ-বারোজন মিলে বুধবার ভোরবেলায় মেরে নিয়েছে।
এদিকে প্রধান শিক্ষক রায়হান উদ্দীন বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলে এসে আমি জানতে পারি গাছটি মেরে নিয়েছে। তাৎক্ষণিক আমার সভাপতি এটিও স্যারকে মৌখিকভাবে জানালে তার নির্দেশনামত পরের দিন শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রতিষ্ঠানের সভাপতি এটিও মাহিদুল ইসলাম বলেন, গাছ কেটে নেয়ার বিষয়ে শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এসেছে। আগামী রোববার তদন্ত করতে যাবো। তিনি আরো বলেন উক্ত জমির উপর আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধ পূর্ণ জায়গার গাছ কেটে নেয়া অন্যায়।