রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: পশ্চিম মণিরামপুরের প্রাণকেন্দ্র রাজগঞ্জ বাজার। এই বাজারের চৌরাস্তা মোড়ে প্রায়ই লেগে থাকা যানজট। এতে প্রতিনিয়ত চরম বিপাকে পড়ছে পথচারীরা। প্রতিদিন সকাল থেকে বাজারের চৌরাস্তা মোড়ে যানজটের সৃষ্টি হয়।
ত্রিমোহনী-পুলেরহাট-যশোর সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হওয়ায় প্রতিদিন এই সড়ক দিয়ে ভারি যানবহন দ্রুতগতিতে চলাচল করে। তারপর মোড়ে রয়েছে ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাহিন্দ্র, টেগার স্ট্যান্ড। এই স্টান্ডগুলো থাকার কারণে চৌরাস্তা মোড়ে জায়গা সংকট হয়ে সৃষ্টি হচ্ছে যানজট। এই যানজটের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে হাজার হাজার পথচারী। রাজগঞ্জ বাজারের চারিপাশে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। যে কারণে বাজারের ওপর দিয়ে যেতে হয় পথচারীসহ শিক্ষার্থীদের। আর সকাল থেকেই এই যানজটের সৃষ্টিতে চরম বিপাকে পড়ে তারা। চিন্তিত থাকে অভিভাবকরা।
রাজগঞ্জের কয়েকজন শিক্ষক জানিয়েছেন, ব্যস্ততম ত্রিমোহনী-পুলেরহাট সড়ক দিয়ে রেণু মাছের পিকআপগুলো দ্রুতগতিতে চলাচল করে। তারা ট্রাফিক আইন মানে না। এতে দুর্ঘটনার আশংকা বেশি থাকে।