চাকুরীর খবর ডেস্ক: মোটর সাইকেল পার্টস আমদানী কারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মের্সাস রিপন অটোস-এ জরুরি ভিত্তিতে মার্কেটিং/সেলস অফিসার পদে জনবল নিয়োগ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোটর সাইকেল পার্টস আমদানী কারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মের্সাস রিপন অটোস । প্রতিষ্ঠানটিতে মার্কেটিং/সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: মার্কেটিং/সেলস অফিসার।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মটর সাইকেল পার্টস মার্কেটিং এ অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথীল যোগ্য।
আগ্রহী প্রার্থীদের জীবন বৃতান্ত সহ আবেদনপত্র আগামী ২০ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, রিপন অটোস, ১২৭ নলডাঙ্গা রোড, আর এন রোড, যশোর অফিসে সরাসরি জমা দিতে পারবেন প্রার্থীরা। অনলাইনে riponautos3939@gmail.com মেইলে আবেদন পত্র জমা দিতে পারবেন আগ্রহী ব্যাক্তিরা।
আরো পড়ুন:
সংবাদপত্রের পাতা থেকে
যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গড়লো আরএন রোড ক্রীড়া চক্র
রিপন অটোস এ মার্কেটিং/সেলস অফিসার পদে চাকুরীর সুযোগ