ক্রীড়া ডেস্ক: গত মাসে যমজ সন্তানের একজনকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো-জর্জিনা রদ্রিগেজ জুটি। তবে ছেলে সন্তান হারালেও সদ্য ভূমিষ্ঠ মেয়ের মুখ দেখে শোক ভুলে থাকার চেষ্টা করেছিলেন তাঁরা। এবার সেই সন্তানের মুচকি হাসির ছবি পোস্ট করে তাঁর নামও জানালেন জর্জিনা।
এক ইনস্টাগ্রাম পোস্টে মেয়ের একাধিক ছবি পোস্ট করেন জর্জিনা। সেই পোস্টে মেয়ের নামও জানিয়েছেন তিনি। রোনালদো-জর্জিনা নিজেদের নতুন এই অতিথির নাম রেখেছেন বেল্লা এসমেরালদা। স্প্যানিশ ভাষায় রাখা এই নামটির অর্থ সুন্দর পান্না।
গত ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন বেল্লা এসমেরালদা। তবে যমজ সন্তানের একজনকে হারিয়ে শোকাহত রোনালদো ও জর্জিনা আড়াল করে রাখেন সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকেও। তবে এবার ছবি পোস্ট করে কন্যার নামও জানিয়ে দিলেন তাঁরা।
এই ছবিগুলো পোস্ট করার পর মুহূর্তের মধ্যে আকর্ষণের কেন্দ্রে চলে আসে। লাখ লাখ ভক্ত ভালোবাসা ও আদর জানিয়ে কন্যা এবং তাঁর পরিবারের জন্য শুভকামনাও জানায়।