নিজস্ব প্রতিবেদক: পৃথক অভিযানে প্রায় দু’শ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব। র্যাবের দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রাম থেকে মুড়লী খাঁপাড়ার মহিদুল ইসলাম ও রফিকুল ইসলামকে ১৩১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
র্যাবের অপর একটি টিম গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ফতেপুর দায়তলা স্কুল রোড থেকে ৫০ পিস ইয়াবাসহ সুবেল হাসান নামে এক মাদক কারবারিকে আটক করে।
র্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩
