নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপির অনুষ্ঠানে যাওয়ার সময় লেবুতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনের কর্মী সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনায় তিন জন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন, লেবুতলা ফুলবাড়িয়া গ্রামের সুমন হোসেন (১৭), জিহাদ (১৮) ও আব্দুল আলিম (২৬)।
আহতরা বলেন, দলীয় অনুষ্ঠানে অংশ নিতে গতকাল যশোরে জেলা কার্যালয়ের যাওয়ার পথে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পূর্ব পাশের রাস্তায় তাদের গাড়ি গতিরোধ করে ওই এলাকার সন্ত্রাসীরা তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে এস এস পাইপ রড দিয়ে মারধর করে থেকে পালিয়ে যায়। পরে তিনজন গুরুতর আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাহিনুর রহমান বলেন, লেবুতলা ফুলবাড়িয়ার আহতদের হাসপাতালে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়েছে।
যশোর ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই আমিরুল ইসলাম বলেন, ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পূর্ব পাশে রাস্তার ওপর ওই এলাকার সাবেক চেয়ারম্যান উজির দলবল নিয়ে নির্বাচনে পরাজিত মেম্বার মঈন হোসেন ও দলিল উদ্দিনের গাড়ি গতিরোধ করে। পরে মঈন হোসেনকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত চলছে, কি করণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না।