নারায়নগঞ্জ রুপগঞ্জ আড়িয়াবো থেকে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাব ৬ যশোরের সদস্যরা। রবিবার মধ্য রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামি লোহাগড়ার তালবাড়িয়া গ্রামের মৃত ছালেহ মোল্যার ছেলে বোরহান উদ্দিন মোল্যা, মৃত আফজাল মোল্যার ছেলে ইকরাজুল মোল্যা ও ছাব্বির মোল্যা।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৩ জুন নড়াইল জেলার লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়ায় জমি জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের পটু মোল্যাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হামলায় নিহতের ছোট ভাই কচি মোল্লাও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় নিহতের ভাই জসিম উদ্দিন মোল্লা লোহাগড়া থানায় মামলা করেন।
আটকের বিষয়ে র্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমন্ডার এম নাজিউর রহমান জানান, ঘটনার বিষয়ে র্যাব-৬ যশোর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হত্যা মামলার আসামিদের কয়েকজন নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ আড়িয়াবো গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামিদের আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।